পঞ্চগড় প্রতিনিধি
‘সেইপ এর প্রশিক্ষণ নিলে, সহজেই ভাল চাকরি মেলে’ এই শ্লোগান নিয়ে পঞ্চগড়ে জেলা পর্যায়ে নারী প্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ হলরুম এ জেলা প্রশাসন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের এই কর্মশালার আয়োজন করে।
এডিবি’র অর্থায়নে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সামাজিক কর্মসূচির আওতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের উপ সচিব ও সেইপ প্রকল্পের সহকারি নির্বাহী পরিচালক মো: রুহুল আমীন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দীপঙ্কর রায়ের সভাপতিত্বে কর্মশালায় এর পটভূমি ও উদ্দেশ্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের রিসোর্স পার্সন ড. মো. সাইফুল হক।
দিনভর অবহিতকরণ কর্মশালাটি সঞ্চালন করেন পরষ্পরের নির্বাহী পরিচালক আক্তারুন নাহার সাকী। এতে কর্মশালা সমন্বয়কারী শওকত মাহমুদ চন্দন, জাহাঙ্গীর আলম, পঞ্চগড় ট্যাকনিকাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, পঞ্চগড় ট্যাকনিকাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, নারী উদ্যোক্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।।
প্রশিক্ষণে বলা হয়, ২০১৫ সাল থেকে সেইপ প্রকল্প চালু রয়েছে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত দুই হাজার ৬১৭ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে এক হাজার ২৫৪ জনকে বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করা হয়েছে। বাকিরাও বিভিন্ন বিভাগে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। মোট প্রশিক্ষণার্থীর ৮০ বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে জড়িত বলে কর্মশালায় জানানো হয়।।
You cannot copy content of this page