পঞ্চগড় অফিস
সারা দেশের ন্যায় পঞ্চগড়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত রাতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে রাত ১২.০১ মিনিটের কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা হয়। পরে বৃহস্পতিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে জাতির পিতা সহ ১৫ই আগষ্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামণা করে দেশ ও জাতির কল্যাণ কামণা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাটের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশক : সফিকুল আলম।।
নির্বাহী সম্পাদক : সামসউদ্দিন চৌধুরী কালাম
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com
নিউজ সেন্টার
তেঁতুলিয়া রোড, পঞ্চগড়।
মোবাইল ০১৭১৩ ৭৩০২৫০
ইমেইল panchagarhnews@gmail.com
Panchagarhnews@hotmail.com
You cannot copy content of this page