পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পরে লিনজু (১৭) নামে এক পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৪ জুলাই) বিকেলে সদর উপজেলার আহম্মদনগড় এলাকায় তার লাশ পাওয়া যায়। তার বাড়ি পঞ্চগড় পৌরসভার নিমনগড় খালপাড়া এলাকায়। সে ওই এলাকার সাবেদ আলীর ছেলে। এরআগে রোববার বিকেল চারটার দিকে বাড়ির পাশে পাথর তুলতে গিয়ে নিখোঁজ হয় লিনজু। সে মৃগী রোগে আক্রান্ত ছিল।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তুষার কান্তি রায় জানান, পরিবারে অভাব অনটনের কারনে ছোটবেলা থেকেই শ্রমিক হিসেবে নানা ধরনের কাজ করে আসছিল লিনজু। যে দিনগুলোতে অন্য কাজ পেত না সেদিন করতোয়া নদীতে পাথর উত্তোলন করতো সে। বাবার দ্বিতীয় বিয়ের কারণে লিনজু তার মামার বাড়িতে বসবাস করছিল। গেল রোববার বিকেলে প্রতিদিনের মত সে করতোয়া নদীতে পাথর তুলতে যায়। পরে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুজি শুরু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা লিনজুকে উদ্ধারে করতোয়া নদীর খালপাড়া এলাকায় তৎপরতা চালায়। কিন্তু রাতভর পর্যন্ত লিনজুকে খুঁজে পাওয়া যায়নি। পরে সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত একই এলাকায় উদ্ধার চালানো হলেও তার মরদেহ না পাওয়ায় উদ্ধার সমাপ্ত করা হয়।
এদিকে ওইদিন বিকেলে পৌরসভার আহম্মদনগড় এলাকার পঞ্চগড় চিনিকলের নালার সামনে করতোয়া নদীর কিনারে একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে নৌকাযোগে বাড়ির সামনে নিয়ে আসা হয় লিনজুর মরদেহ।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) বেনজীর আহমেদ জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
You cannot copy content of this page