‘‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহায়তায় আজ ১১ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার সদর উপজেলার তেঁতুলিয়া রোডের পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ০৩(তিন) টি বাস ও ০২(দুই) টি ট্রাক এর ড্রাইভারকে মোট ৩,৫০০/-(তিন হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ১০(দশ) টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। জেলা প্রশাসন, পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফরহাদ আহমেদ, জনাব আব্দুল-আল-মামুন কাওসার শেখ, জনাব মো: আশরাফুল ইসলাম ও জনাব সায়েদা খানম লিজা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, আগামীতে আমাদের এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
You cannot copy content of this page