পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলালের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাবদারুল ইসলাম মুক্তার সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাহবুব হাসান রাজু সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ।
পরে বক্তারা পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলালের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সফিকুল আলম।।
নির্বাহী সম্পাদক : মো. লুৎফর রহমান
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com
নিউজ সেন্টার
তেঁতুলিয়া রোড, পঞ্চগড়।
মোবাইল ০১৭১৩ ৭৩০২৫০
ইমেইল panchagarhnews@gmail.com
Panchagarhnews@hotmail.com
You cannot copy content of this page