পঞ্চগড়ে নানা কর্মসূচীর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভূক্তিমূলক উন্নতি, এই শ্লোগান নিয়ে সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে শেষ হয়। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতা এবং জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
জেলা প্রাশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনার শুরুতে মোল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দেশে তথ্য ও যোগাযোগ খাতে বিভিন্ন উন্নয়ন সাফল্যের একটি ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়। জেলা প্রশাসক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ প্রশাসক আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আউট সোর্সিং এর মাধ্যমে আয় এবং তথ্য ও প্রযুক্তি খাতে উন্নয়ন সাফল্যে অবদানের জন্য স্থানীয় উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।।
You cannot copy content of this page