পঞ্চগড়ে একটি মহল গুজব ছড়িয়ে জেলার শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এতে কান না দিয়ে সকলকে নিজনিজ বাড়িতে অবস্থানের আহব্বান জানিয়ে শহরে মাইকিং করা হয়েছে। এছাড়া শনিবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন মসজিদের মাইকেও গুজবের বিরুদ্ধে সজাগ থাকতে স্থানীয়দের প্রতি আহব্বান জানানো হয়।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে ঘোষনা দিয়ে সালানা জলসা বন্ধ করা হয়েছে। শনিবার সকালে তাদের লোকজন যে যারমত করে বাড়ি চলে গেছেন। কিন্তু রাত ৮ টার দিকে ফেসবুকসহ মোবাইল ফোনে কাউকে হত্যার মত ভয়াবহ গুজব ছড়িয়ে একটি মহল নিজেদের স্বার্থ হাসিলসহ জেলার শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা শুরু করে। এতে কিছু যুবক আবারও সড়কে নেমে লাঠিশোটা নিয়ে অপতৎপরতা চালায়। ফলে জেলা শহরের ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকেই কিছু না বুঝেই আকস্মিক এদিক সেদিক ছুটোছুটি শুরু করেন। এ নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতাও দেখা গেছে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, আজকে কোথাও কোন হতাহতের ঘটনা ঘটেনি। কোথাও কোন মরদেহ উদ্ধার হয়নি। কেউ নিখোঁজ রয়েছেন, এমন খবরও পাওয়া যায়নি। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। কিন্তু একটি ফেসবুক আইডি এবং পেজ থেকে ভয়াবহ গুজব ছাড়ানো হচ্ছে। এতে কান না দিয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সজাগ থাকতে আহব্বান জানান জেলা প্রশাসক।।
You cannot copy content of this page