পঞ্চগড় প্রতিবেদক
সীমান্ত হত্যা, মাদকদ্রব্য পাচার রোধ, চোরাচালান বন্ধ, অবৈধভাবে সীমান্ত পারাপার, কাটাতারের বেড়া কেটে ফেলা সহ বিভিন্ন বিষয় এবং ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় বিজিবি-বিএসএফ সমন্বয়ে সেক্টর কমান্ডার পর্যায়ের সমন্বয় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সভা কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল জিয়া সাদাত খান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পশ্চিমবঙ্গ রাজ্যের কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী সি ডি আগার ওয়াল।
এদিকে সভায় বিজিবির পক্ষে দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়নক লেঃ কর্নেল মাহফুজুল হক, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানজীর আহম্মদ, দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান, রংপুর বিজিয়ন সদর দপ্তরের স্টাফ অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর নঈম রেজভী সহ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিষানগঞ্জ সেক্টরের কমান্ড্যান্ট-স্টাফ অফিসার শ্রী আই কে ওয়ালদে, বিএসএফের ১৭৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী আর জে হাজদাহ, ৭২ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সন্দীপ কুমার ক্ষত্রী, স্টাফ অফিসার শ্রী পারামজিত সিং, স্টাফ অফিসার শ্রী গুরদীপ লাল, স্টাফ অফিসার শ্রী সত্যদয় কুমার সহ বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দুই দেশের সামীন্তরক্ষী বাহিনীর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও তথ্য আদান প্রদানের মাধ্যেমে বর্তমানের ন্যায় ভবিষ্যতে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ দুই দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্ক রক্ষায় একযোগে কাজ করার বিষয়ে আলোচনা করেন বিজিবি-বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী সি ডি আগার ওয়াল সহ বিএসেএফের উর্ধ্বতন কর্মকর্তারা বাংলাবান্ধা স্থলবন্দরে এসে পৌঁছলে বিজিবির পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি বিতরণ করা হয়।
You cannot copy content of this page