পঞ্চগড় প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে দেবীগঞ্জ টাউন হল মাঠ থেকে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি দিপঙ্কর রায় মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন অবিনাশ রায়, বিভীষন কুমার রায়, মিথুন কুমার বর্মন, কেশব চন্দ্র রায়,সুব্রত কুমার সাহা, নারায়ণ চন্দ্র রায়, ইমাম হাসান পল্লব, মৃত্যুঞ্জয় রায়, নিতাই চন্দ্র রায়, মির্জা আইনুন নাহার, শাকিলা সরকার, মো:সামাদ আলী ও কলিন রায় সহ আরও অনেকে।
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সংগঠনটির সভাপতি দিপঙ্কর রায় মিঠু বলেন, সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছেন। আমাদের এ স্বাধীনতা রক্ষা করতে হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক জনাব মাহবুব হাসান রাজু বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার ” এই স্লোগান কে ধারণ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে মুক্তিযোদ্ধার সন্তানরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করবে। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে অংশগ্রহণ করবে।দেশের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।
You cannot copy content of this page