পঞ্চগড় প্রতিবেদক
ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। ভারত বাংলাদেশের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র মহাপরিচালক ড. এস এল থাউসেন। তিনি শনিবার (১৫ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকা পরিদর্শনকালে এ মন্তব্য করেন।
এসময় দুই দেশের সীমান্তে হত্যা, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ পারাপার সহ বেশকিছু বিষয়ে বিএসএফ প্রধানের সাথে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাদের কথাবার্তা হয়।
এর আগে বিএসএফের মহাপরিচালক ড. এসএল থাউসেন ভারতের ফুলবাড়ি সীমান্ত দিয়ে বাংলাবান্ধায় প্রবেশ করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফের মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে ফল, মিষ্টি ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান, সহকারী পরিচালক হাচানুর রহমান সহ বিজিবি ও বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page