পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত উপজেলা শিক্ষা অফিসার মো: আজমল হোসেন মহোদয় কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। রবিবার (৪ জুন) বিকেলে উপজেলা শিক্ষা অফিসে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু সহ সংগঠনটির নেতারা তাকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মো: মোস্তকিন প্রধান, সহ সভাপতি মো: নুরুজ্জামান প্রধান লিটন, সহ সভাপতি জয়হরি রায়, সহ সভাপতি মো:ফরিদ আহমেদ খোকন, সহ সভাপতি মো:জহিদুল ইসলাম, সহ সভাপতি বরুণ কুমার রায়, সাধারণ সম্পাদক মো:নবিউল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো:শামীম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো:আনছারুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মো:অমি ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো:মনোয়ার হোসেন, চিলাহাটি ইউনিয়ন সভাপতি মো:নাসিম হাবিব আল মামুন, চিলাহাটি ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান সহ সংগঠনটির নেতারা।
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু বলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ বাংলাদেশের সাড়ে চার লাখ প্রাথমিক সহকারি শিক্ষকের প্রাণের সংগঠন, দাবী আদায়ের সংগঠন, আস্থার সংগঠন ও ভরসার সংগঠন। এই সংগঠনটি ২০১৪ সালের ১৭ই জানুয়ারীতে জম্মলাভ করার পর আজ অবধি শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের সুখে দুঃখে পাশেই আছে। তিনি আরও বলেন সংগঠনটি জাতীয় ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
এসময় নবাগত ও সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার মো:আজমল হোসেন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সংগঠিত হয়ে শিক্ষকদের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষকদের দাবিগুলো পুরণ করতে হবে। এছাড়াও তিনি আরও বিভিন্ন ধরনের নির্দেশনামূলক কথা বলেন ।
You cannot copy content of this page