পঞ্চগড় প্রতিবেদক
পঞ্চগড়ে এন্টিবায়োটিক ওষুধ মজুদ ও বিক্রয় এবং সনদবিহীন চিকিৎসক হিসেবে প্রাণি সম্পদের চিকিৎসা প্রদানকালে ফারুক হোসেন (২৩) নামে এক ভূয়া প্রানী চিকিৎসককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো একদিনের বিনাশ্রম কারাদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে পঞ্চগড় পৌরসভার জালাসী এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল আই-২০০৯ এর ১৭/৩৫ ধারায় এ দণ্ডাদেশ প্রদান করেন। পরে তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দন্ডপ্রাপ্ত ভূয়া প্রানী চিকিৎসকের বাড়ি পঞ্চগড় পৌরসভার পূর্বজালাসী এলাকায়। তিনি ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, দণ্ডাদেশ প্রাপ্ত ওই ব্যাক্তি প্রানী প্রজননের এক মাসের একটি প্রশিক্ষণ নিয়ে প্রানী চিকিৎসা দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page