পঞ্চগড়
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সদর উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউপি সচিব, গ্রাম পুলিশ সদস্যরা বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পরে সাংসদ সহ অতিথিরা উন্নয়ন মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর সহ ২২টি স্টল অংশগ্রহণ করে।
এদিকে উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আজাদ জাহান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করার কথা জানান তারা।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত- সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হবার আশাবাদ সভায় ব্যাক্ত করেন বক্তারা।
You cannot copy content of this page