পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের কৃতি সন্তান জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান পেয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহন করা শিশু হাফেজ ওসমান গনিকে সংবর্ধনা দিয়েছে ছাত্রলীগ। শুক্রবার বেলা ১১ টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান মসজিদের সামনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশনায় পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান এই সংবর্ধনার আয়োজন করেন। শিশু ওসমান গনির বাড়ি পঞ্চগড় পৌরসভার রৌশনাবাগ এলাকায় ।
পরে হাফেজ ওসমান গনি ও তার শিক্ষক হাফেজ মাওলানা আল আমীনকে ফুলের মালা পরিয়ে ক্রেস্ট তুলে দেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান। এ সময় পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ মাশরুর, পঞ্চগড় সদর যুবলীগের সাধারন সম্পাদক আলী আসমান বিপুল সহ মাদ্রাসার শিক্ষকগন উপস্থিত ছিলেন। এর আগে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় কুরআনের হাফেজ শিশু ওসমান গনি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও ক্রেস্ট গ্রহন করেন। সংবর্ধনা শেষে কয়েকটি মাদ্রাসার প্রায় দুইশত এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়। এ সময় এতিম ছাত্রদের হাতে শীতবস্ত্রগুলো তুলে দেন জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো নোমান হাসান।
You cannot copy content of this page