পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এসএম সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে বোদা থানার এস আই মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ২০/১২/২০২৩ খ্রিঃ দুপুর ১৪.৩০ ঘটিকার সময় ০৮ নং বোদা ইউনিয়নের বালাভির ডাঙ্গাপাড়া গ্রামস্থ আসামি ১। মোছাঃ বাছিরন নেছা(৪৫), স্বামী -মো: ইসমাইল হোসেন, ২। মো: রাসেল ইসলাম (১৯), পিতা-মো: ইসমাইল হোসেন, উভয়ের গ্রাম -বালাভির ডাঙ্গাপাড়া, থানা-বোদা পঞ্চগড় দয়ের হেফাজত হতে ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আসামিদয়ের বিরুদ্ধে বোদা থানার মামলা নং -১৫, তারিখঃ ২০/১২/২০২৩, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণির ২৪(ক)/৪১ রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার এসআই মোঃ আব্দুস সালাম, এসআই মোঃ আব্দুর রাজ্জাক, এএসআই সাজিদুর রহমান সঙ্গীয় ফোর্স বোদা থানা পঞ্চগড়
You cannot copy content of this page