জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা মঙ্গলবার সন্ধায় পঞ্চগড় অফিসার্স ক্লাব মাঠে শুরু হয়েছে। দৃষ্টিনন্দন ও বণার্ঢ্য পঞ্চগড় জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে জেলা ও দায়রা জজ গোলাম ফারুক প্রধান অতিথি এবং পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সিভিল সার্জন ডা. মোস্তাফা জামান চৌধুরী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বিশেষ অতিথির বক্তব্য দেন।
বক্তারা সারাদিন কর্মব্যস্ত সময় কাটানোর পর সন্ধায় এই খেলার মধ্যে সবার জন্য একটু বিনোদনের ব্যবস্থা করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার।
এর আগে অতিথিরা রঙিন বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। খেলায় তিনটি দল অংশ নেয়। টুর্নামেন্টে জেলা ও উপজেলা পযার্য়ের কর্মকতার্দের নিয়ে চারটি গ্রুপে দ্বৈতভাবে ১৬ টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনে আটটি দল অংশ নেয়। আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।।
সম্পাদক ও প্রকাশক : সফিকুল আলম।।
নির্বাহী সম্পাদক : মো. লুৎফর রহমান
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com
নিউজ সেন্টার
তেঁতুলিয়া রোড, পঞ্চগড়।
মোবাইল ০১৭১৩ ৭৩০২৫০
ইমেইল panchagarhnews@gmail.com
Panchagarhnews@hotmail.com
You cannot copy content of this page