“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা নির্বাচন অফিস র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকালে কালেক্টরেট চত্বরে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের। এরপর একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা নির্বাচন অফিসার মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আব্দুল কাদের। সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ আমির, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকী বক্তব্য দেন। সভায় বক্তারা নির্ভুল তথ্য প্রদান করে নতুন ভোটারদের ভোটার হওয়ার আহবান জানান।।
You cannot copy content of this page