পঞ্চগড় প্রতিনিধি
দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র ছাত্রী ও জনতার রুহের মাগফেরাত কামনা ও সকল আহতদের সুস্থতা কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে পঞ্চগড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়া পাড়া এলাকায় নুনীয়া পাড়া বিএনপি পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে নিহত শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসলামুল হক, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। শুধু তাই নয় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিগত ১৭ বছর ধরে বিএনপি ক্ষমতায় নেই। বিএনপি নেতাদের গুম খুন করে মামলা হামলা দিয়ে কোনঠাসা করে রাখা হয়েছিল। কথা বলতে দেয়া হয়নি। আজকে আমরা স্বাধীন দেশে মুক্ত বাতাসে কথা বলছি। কেউ আমাদের বাঁধা দেয়ার সাহস নেই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র ছাত্রী ও জনতার রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সকল আহতদের সুস্থতা কামনায় আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল। মহান আল্লাহ যেন নিহতদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, অসুস্থদের দ্রুত সুস্থতা দান করেন। একই সাথে আমাদের সকলের মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি। তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র ছাত্রী ও জনতার রুহের মাগফেরাত কামনা ও সকল আহতদের সুস্থতা এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাে করে বিশেষ দোয়া করা হয়।
You cannot copy content of this page