1. [email protected] : Shafiqul Alam : Shafiqul Alam
  2. [email protected] : Admin user : Admin user
  3. [email protected] : aminul :
December 21, 2024, 5:12 pm

শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বিজিবির আইন-শৃংখলা বিষয়ক সমন্বয় সভা

Reporter Name
  • Update Time : Sunday, September 29, 2024
  • 145 Time View

পঞ্চগড় প্রতিনিধি

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ শিংরোড কোম্পানীর দায়িত্বপূর্ণ পঞ্চগড় সদর উপজেলাধীন সীমান্ত এলাকায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃংখলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার টুনিরহাট কাজলদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 

 সভায় সভাপতিত্ব করেন ৫৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি। 

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন ৫৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ আলী আকবর, বিজিবি শিংরোড কোম্পানী কমান্ডার, পঞ্চগড় জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, পঞ্চগড় সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সীমান্তবর্তী ৩৮ টি পূজামন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, স্থানীয় চেয়ারম্যান, শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে মোট শতাধিক সনাতন ধর্মাবলম্বী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় ৫৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ০৮ কিঃ মিঃ এর মধ্যে বিদ্যমান পূজামন্ডপ সমূহে নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করার ব্যাপারে শৃংখলা বিষয়ক সার্বিক সহায়তা প্রদান করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। এছাড়া, পূজামন্ডপে আগত লোকজনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ আইন-শৃংখলা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে উপস্থিত সকলের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্ত এলাকার পূজামন্ডপ সমূহে নিরাপদে পূজা উদযাপন নিশ্চিত করতে ৫৬ বিজিবির নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে যা চলমান থাকবে। এছাড়াও, শারদীয় দূর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ৫৬ বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত | PanchagarhNews.com পঞ্চগড়ে প্রথম অনলাইন নিউজ পোর্টাল
Tech supported by Amar Uddog Limited

You cannot copy content of this page