মাদরাসা থেকে পালিয়ে আব্দুল্লাহ (১৩) নামে তরুণ চলে আসেন পঞ্চগড়ের বাংলাবান্ধায়। হারানো ছেলে খোঁজে যখন দিশেহারা তার বাবা মা তখন আহছানিয়া মিশন শিশু নগরির মাধ্যমে শিশুটিকে তার বাবা মায়ের কাছে পৌছে দেয়া হয়েছে। রবিবার শিশুটির বাবা মায়ের কাছে শিশুটিকে পৌছে দেন পঞ্চগড় আহছানিয়া শিশু নগরির সমাজকর্মী ইউসুফ আলী।
জানা যায়, আব্দুল্লাহ ঢাকার পোস্তগোলা এলাকার রাসেল ও হালিমা আক্তার দম্পতির ছেলে। মাদরাসায় ভালো লাগেনা বলে গত ২২ এপ্রিল গাড়িতে চেপে চলে আসেন পঞ্চগড়ের বাংলাবান্ধায়। বাংলাবান্ধায় নেমে তার কথা বার্তা অসংলগ্ন মনে হওয়ায় তাকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়। পুলিশ আব্দুল্লাহকে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে পঞ্চগড় আহছানিয়া মিশন শিশু নগরিতে রাখেন। একই সাথে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হয়ে রবিবার ঢাকায় বাবা মায়ের কাছে শিশুটিকে পৌছে দেয়া হয়।
আহছানিয়া মিশন শিশু নগরির সমাজকর্মী ইউসুফ আলী বলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা শিশুটিকে তার বাবা মায়ের কাছে পৌছে দিয়েছি।
You cannot copy content of this page