পঞ্চগড় জেলায় প্রথমবারের মতো চালু হলো জাপানি ভাষা প্রশিক্ষণ সেন্টার। রবিবার (৪ মে) দুপুরে জেলা শহরের মোলানীপাড়া এলাকায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দারিদ্র কল্যাণ সংস্থা’।
প্রশিক্ষণ সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মনিরুজ্জামান, দারিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহজালালসহ জাপানি ভাষার প্রশিক্ষক, প্রশিক্ষণার্থীরা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে জাপানে কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে। এতে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের তরুণ-তরুণীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার একটি বাস্তব সুযোগ পাবে।
দারিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহজালাল বলেন, “এই ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার তরুণদের বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে প্রস্তুত করা হবে। এটি শুধু কর্মসংস্থানই নয়, বৈদেশিক আয় বাড়াতেও অবদান রাখবে।”
You cannot copy content of this page